Sunday , 19 May 2024
শিরোনাম

ইসলামিক সলিডারিটি গেমস: হাই জাম্পে রিতু আক্তারের জাতীয় রেকর্ড

তুরস্কের কনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে মেয়েদের হাই জাম্প ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের রিতু আক্তার।
এই ইভেন্টে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন দুই নারী এ্যাথলেট উম্মে হাফসা রুমকি ও রিতু আক্তার। ১.৭৩ মিটার লাফিয়ে গেমসে সপ্তম হয়েছেন রিতু আক্তার। আর ১.৭০ মিটার লাফিয়ে নবম হয়েছেন উম্মে হাফসা রুমকি। প্রথম প্রচেষ্টায় রুমকি ১.৬৫ মিটার লাফানোর পর দ্বিতীয় প্রচেষ্টায় ১.৭০ মিটার লাফান। অবশ্য তৃতীয় প্রচেষ্টায় ১.৭৩ মিটার অতিক্রম করতে পারেননি রুমকি।
এদিকে জিমনাস্টিক্সে আবু সাঈদ রাফি ব্যক্তিগত অল অ্যারাউন্ডে ২৮ জনের মধ্যে ১৪তম স্থান লাভ করেছেন। ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে পায়ে চোট লাগার কারণে সবগুলো ইভেন্টে অংশ নিতে পারেননি শিশির আহমেদ। তবে দলীয় চ্যাম্পিয়শীপের জন্য রিংস প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ স্থান লাভ করেন তিনি।বাসস

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x