Thursday , 25 April 2024
শিরোনাম

ঈদুল ফিতর উপলক্ষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (বাবুবাজার শাখায়) দেওয়া হয়েছে নতুন টাকার নোট।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৯ই এপ্রিল থেকে নতুন নোট বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখা। ১৭ এপ্রিল পর্যন্ত নতুন নোট সংগ্রহ কার্যক্রম চলে। এ সময়ে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করা হয়েছে।এবার ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরের কয়েকটি শাখা থেকে নতুন নোট বিতরণ করা হয়েছে। এবার ঈদ উপলক্ষে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করছে কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের শাখা।

এদিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখায় নতুন নোট বিতরণ কার্যক্রম শেষ হয় গতকাল ১৭ই এপ্রিল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখার ম্যনাজার ইফতেখার আহম্মেদ জানান, এবার তাদের নতুন টাকার বাজেট ছিল ৬৪৪৫০০০ টাকা। প্রতিদিন তারা ১১০ জন গ্রাহককে সেবা দিয়েছে।

অন্যদিকে গ্রাহকরা সেবা পেয়ে খুব খুশি। গ্রাহকরা বলছেন এবারের নতুন নোট বিতরণ খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

৯-১৭ ই এপ্রিল ছিল নতুন নোট বিতরণ কার্যক্রম। গতকাল আনুষ্ঠানিক ভাবে নতুন নোট বিতরণ সমাপ্তি ঘোষণা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর ম্যনেজার ইফতেখার আহম্মেদ।

Check Also

শেখ হাসিনার মতো নেতৃত্ব বর্তমান বিশ্বে বিরল: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x