Imam Hossain
রংপুরের নিজর্দপা গ্রামে সবুল শ্যামল পরিবেশে বেড়ে ওঠেন ছটফটে বোরহান। গ্রামের পথে প্রান্তরে ছুটে চলতেছেন প্রতিনিয়ত।
শিক্ষা জীবনের শুরুতে নিজর্দপা প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক ও নিজদর্পা উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। তারপর রংপুরের কাউনিয়া কলেজ হতে এইচএসসি পাশ করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন।
ছোট থেকেই তার ইচ্ছে ছিলো নিজের লেখা কাগুজে জীবন পাবে। সে ইচ্ছেকে বাস্তবায়ন করতে পড়াশোনার পাশাপাশি লিখালিখি ও চালিয়ে যান সমান তালে।
লেখার কাগুজে জীবন দেয়া এত সহজ ছিলো না। এর জন্য অনেক ত্যাগ আর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে তাঁর লেখা প্রথম উপন্যাস ‘ প্রথম উৎসর্গ ‘ হয় ২০২২ এর বইমেলায় প্রকাশিত হওয়ার মাধ্যমে অপেক্ষার অবসান ঘটে । তবে দারুণ জনপ্রিয়তা পায় তার লেখা প্রথম উপন্যাসটি। ২০২৪ সালেও আসতে চলেছে দ্বিতীয় বই ” কালো কফিন “।
এছাড়া তিনি একাধিক উপন্যাস ও অসংখ্য কবিতা লিখেছেন। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি লিখালিখি করতেন । তরুণ লেখক বোরহানের সাহিত্য অঙ্গনের অগ্রযাত্রার মূলে প্রেরণা যুগিয়েছে তাঁর বাবা-মা। লেখালিখি নিয়ে তার রয়েছে সুদূর প্রসারী চিন্তা। সামনে বই নিয়ে আরো কাজ করতে চান তিনি।
এছাড়া তার আরেকটি ইচ্ছে আছে উদ্যোক্তা হওয়ার। ইতোমধ্যে গ্রামের হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় বিভিন্ন আসবাব ও তৈজসপত্র নিয়ে কাজ শুরু করছেন।
সব সামলেও পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব যেমন রেড ক্রিসেন্ট,রোটারি ক্লাব অব এইচএসটিইউ, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ ,IEEE,HSTU MUN এবং বহুব্রীহি এর সাথে কাজ করছেন এবং কাজের স্বীকৃতি স্বরূপ অর্জন করছেন অসংখ্য সার্টিফিকেট।এছাড়া শিক্ষকতা করেছেন জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম লার্ন এন্ড গ্রো তে। এছাড়াও তিনি কাজ করছেন মেকানিক্যাল বিভিন্ন প্রজেক্ট নিয়ে। তার ইচ্ছে আছে কম খরচে উন্নত মানের বিভিন্ন যন্ত্র কিভাবে দেশে উৎপাদন করা যায় তা নিয়ে কাজ করার।