Tuesday , 25 June 2024
শিরোনাম

এত বড় আসরে প্রথম জয় সব সময়ই বিশেষ: তামিম

পাকিস্তানকে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় তুলে নেওয়া বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। ছেলেদের দলের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘এত বড় আসরে প্রথম জয় সব সময়ই বিশেষ।’

নিউজিল্যান্ডে চলমান মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই ম্যাচে হারলেও সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

মেয়েরা যখন নিউজিল্যান্ডে বিশ্বকাপ মিশনে, ছেলেদের দল তখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।

সেখান থেকেই ওয়ানডে অধিনায়ক তামিম নিজের ও পুরো দলের পক্ষ থেকে নারী ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বাংলাদেশ নারী দলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে অনেক অভিনন্দন, বিশ্বকাপে প্রথম জয়ের জন্য।’

‘এত বড় আসরে প্রথম জয় সব সময়ই বিশেষ। আর বাকি ম্যাচগুলোর জন্য আমাদের সবার পক্ষ থেকে শুভ কামনা।’

বাংলাদেশের মেয়েদের পরের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, শুক্রবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে মেয়েরা।

Check Also

জাতির পিতা একজন মিতব্যয়ী মানুষ ছিলেন: ড. কলিমউল্লাহ

২৪ ই জুন, ২০২৪, সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিষয়ক সেমিনারের ৯৫৪ তম পর্ব অনুষ্ঠিত হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x