এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ

অন্যান্য

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

ফলাফল পাওয়া যাবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd তে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮-১০ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়।

এতে ১৪৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন বিষয়ে অনুষ্ঠিত উক্ত পরীক্ষার ৩৪৩৬ প্রার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, পাশের শতকরা হার ২৩.৬০। উত্তীর্ণ প্রার্থীদের আবশ্যিকভাবে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করে তাতে উত্তীর্ণ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *