কাতারে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক, চলচ্চিত্র অভিনেতা ও নাট্য পরিচালক ই এম আকাশের জন্মদিন অনুষ্ঠান
কাতারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক, চলচ্চিত্র অভিনেতা, ও নাট্য পরিচালক ই এম আকাশের
জন্মদিন অনুষ্ঠান৷ ১৯ অক্টোবর রাত বারোটার সময় কেক কাটার মধ্য দিয়ে জম কালো আয়োজনে অনুষ্ঠিত হয় আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশের জন্মদিন অনুষ্ঠান।
জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে দোয়া দিতে হাজির হয়েছেন,
বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আবুল কালাম বাহার, প্রবাসী কল্যাণ পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মফিজুর রহমান ,
হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমেদ, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি মোঃ বাহার উদ্দিন, চাঁদপুরের ব্যবসায়ী রায়হান আহমদ, আকাশ মিডিয়ার ইভেন্ট ম্যানেজার মাহমুদ চৌধুরী, সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন সাগর, ভাগিনা শাফিন আহমেদ প্রমুখ৷ রাত বারোটা বাজার সাথে সাথেই কেককাটার মাধ্যমে শুরু হয় এই গুনি তারকার জন্মদিনের উৎসবের অনুষ্ঠান প্রথম প্রহর থেকে চলে রাত তিনটা পর্যন্ত৷ অনুষ্ঠানে আগত অতিথিরা উৎসব মুখের পরিবেশে যোগদান করেন এই জন্মদিন অনুষ্ঠানে।
ই এম আকাশের জন্মদিন উপলক্ষে কাতারের জনপ্রিয় হোটেল বেস্ট ওয়েস্টার্ন হোটেলের আসিয়ানা দহরি লাউঞ্জে পারফর্ম করেন
বিদেশি শিল্পীরা বিদেশি শিল্পীরা, তারা হলেন Singer
Kisor Lamsal, Singer Paptri, Singer Gunjan.
নৃত্য পরিবেশনে অংশগ্রহণ করেন Exclusive Dancer Aaisha Tamongnee, Laxmi Xettri Khira, Naina, Lakshmi, Shriya Etc.
অনুষ্ঠানে আগত সকল অতিথিদের উদ্দেশ্য ই এম আকাশ বলেন আমার জন্মদিন উপলক্ষে আপনারা যারা বেস্ট ওয়েস্টিন হোটেলের আসিয়ানা দোহরিতে অনুষ্ঠানটির আয়োজন করেছেন, ও দোয়া দিতে এসেছেন বিশেষ করে বড় ভাই ও আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ৷ সকলের জন্য ভালোবাসা অবিরাম, ই এম আকাশ এ সময় আকাশ মিডিয়া ভুবন সহ সকল বন্ধুদেরকে ও কলাকৌশলীদেরকে ধন্যবাদ জানান৷ বিশেষ ধন্যবাদ জানান আসিয়ানার অন্যতম গার্ডিয়ান Mr Suroj & Bullsmen Jesom Poon
এ আয়োজনকে ঘিরে তার অক্লান্ত পরিশ্রমকে আমি আকাশ মিডিয়া ভুবন পরিবারের পক্ষ থেকে
ধন্যবাদ অকৃতজ্ঞতা জানাই।
আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, বাংলাদেশ কমিউনিটি, ও বিদেশী বিভিন্ন দেশের কমিউনিটির নেতৃবৃন্দদেরকে, দেশে এবং বিদেশে অবস্থানরত ভাই ও বন্ধুরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে বিভিন্নভাবে আমার জন্মদিনের খুদেবার্তা পাঠিয়েছেন আপনাদের ভদ্রলোক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

























