Thursday , 28 March 2024
শিরোনাম

কাতারে বাংলাদেশি মালিকানাধীন রোমানা হাইফার মার্কেট উদ্বোধন ৷

ই এম আকাশ,কাতার প্রতিনিধি

কাতার প্রবাসী বাংলাদেশীদের নতুন কর্মসংস্থান ও প্রবাসী বাংলাদেশীদের ব্যাপকভাবে সুযোগ-সুবিধা দিতে কাতারের নতুন শহর বিরকাত আল আওয়ামীরে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন রোমানা হাইফার মার্কেট৷

ফিতা কেটে রুমানা হাইপার মার্কেটের শুভ উদ্বোধন করেন কাতারি স্পন্সর সৈয়দ সালিম আল হাজেরি ও আবু জাহের বাবুল, রাসেল চৌধুরী মিন্টু, ইরফান উদ্দিন সহ অতিথিরা৷

এ সময় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কাতার সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, আব্দুল গোফরান, জাকির হোসেন বাবু, আহমেদ ইনসান চৌধুরী, ই এম আকাশ, লোকমান হোসেন সহ আরো অনেকে৷

উদ্বোধনের পর হাজারো প্রবাসী বাংলাদেশী ও ভিনদেশীদের উপস্থিতি লক্ষ্য করা যায়৷
প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এভাবেই বাংলাদেশের উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন ব্যবসা-বাণিজ্যে তাহলে প্রবাসী বাংলাদেশীদের যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তেমনি প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসবে বলে আসা ব্যক্ত করেন বক্তারা৷

Check Also

বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x