কুষ্টিয়া প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতেও ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, মৎস্য অফিসার মাহমুদুল হাসান, প্রাণী সম্পদ অফিসার ডাঃ নুরে আলম সিদ্দিকী,প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলামসহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা ৭১ সালের পাক হানাদার বাহিনী নিরীহ সাধারন বাঙালীর উপর যে নৃশংস হত্যাকান্ড চালিয়ে যাদের শহীদ করেছিল সেই সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও তৎকালীন বাঙালীর বীরত্ব গাঁথা স্বাধীনতার পটভূমি সম্প্রসারণ নিয়ে সম্পর্কিত আলোকপাত করেন।