কুষ্টিয়া প্রতিনিধিঃ
মূল্যতালিকা না টাঙিয়ে ইচ্ছামত আলু, বেগুন, শশা, পটলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে চার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে কুমারখালী পৌর তহবাজারে আদালত পরিচালনা করা হয়। যৌথভাবে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহীদুল ইসলাম।
এসময় থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, তহবাজারের সভাপতি লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, প্রত্যেক ব্যবসায়ীর পন্য কেনাবেচার পাকা মূল্য তালিকা থাকতে হবে। ইচ্ছেমত দাম বৃদ্ধি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষকে রমজানে স্বস্তি দিতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।
ক্যাপশনঃ কুমারখালী পৌর তহবাজারে আদালত পরিচালনা করেন ইউএনও এবং এসিল্যান্ড। ছবি দুপুরে তোলা