রনি তালুকদারের ঝড়ো শুরুর পর ১৭৬ রানের বড় পুঁজি পেয়েছিল রংপুর রাইডার্স। তবে সেই লক্ষ টপকাতে গিয়ে রীতিমত খাবি খেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ পর্যন্ত আর পেরে উঠেনি। নুরুল হাসান সোহানদের কাছে ৩৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রান তাড়ায় নেমে পাওয়ার প্লেতে ৫১ রান তোলে কুমিল্লা। তবে হারাতে হয়েছে লিটন দাস ও ডেভিড মালানের উইকেট। ওপেনার সৈকত আলী ও পাঁচে আসা মোসাদ্দেক হোসেনের ধীরগতির ব্যাটিং কুমিল্লার চাহিদা মেটাতে পারেনি মোটেও। ২১ বলে ১৬ রান করে রাজার দ্বিতীয় শিকারে পরিণত হন সৈকত, বেনি হাওয়েলের বলে নুরুল হাসানের দারুণ স্টাম্পিংয়ের শিকার ২৫ বলে ১৫ রান করা মোসাদ্দেক। এ দুজনের মাঝে ফেরেন ২৩ বলে ৩৫ রান করা ইমরুল কায়েসও।
শেষ ২৪ বলে কুমিল্লার প্রয়োজন ছিল ৫৪ রান। তবে সে সমীকরণ আরও কঠিন হয়ে যায় হাসান মাহমুদ ও রবিউল হকের বোলিংয়ে। মোহাম্মদ নবী, খুশদিল শাহ ফেরেন আগেভাগেই, ১৩ বলে ১৯ রান করা জাকের আলীও করতে পারেননি অসম্ভব কিছু। হাসান ও রবিউল মিলে নেন ৫ উইকেট। হাসান ২০ রানে ৩টি আর রবিউল ২ উইকেট নিয়েছেন ৩৩ রান দিয়ে।
৩১ বলে ৬৭ রান করে রনি তালুকদার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। যার ব্যাটিং তান্ডবে দাপুটে জয়ে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স।