Monday , 20 May 2024
শিরোনাম

কুষ্টিয়া আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া আদর্শ মহাবিদ্যালয়ের আয়োজনে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কুষ্টিয়া আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সোমবার ৩১ অক্টোবর বেলা ১১ টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান। কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. সালাহ উদ্দিন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের স্ট্রাটেজি পরিবর্তন করতে হবে। যুগোপযোগী দক্ষতা অর্জন ও, মেধা মননশীলতা বিকাশে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হয়ে মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেদের জীবন গড়ে তুলতে তারা শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এছাড়া আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের উপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মুলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ জহুরুল ইসলাম শিক্ষার্থীদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী দক্ষতা অর্জনের উপরে অধিক গুরুত্ব আরোপ করেন। এছাড়া পরীক্ষার্থী হিসেবে তাদের করণীয় বিষয়েও দিকনির্দেশনা করার প্রদান করেন। পরে কলেজের প্রয়াত সহকারী অধ্যাপক আব্দুর রউফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x