শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা আরো জানান, বখতিয়ারের ডিলারশীপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এদিকে, এলাকাবাসীর অভিযোগ রয়েছে, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন ও তার ভাতিজী জামাই টিসিবির ডিলার বখতিয়ার ভুইয়া কৈজুরী ইউনিয়নে টিসিবির কার্ড করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছেন। অনেকেই টাকা না দেওয়ায় তাদের টিসিবির কার্ড করে দেওয়া হয়নি।
শাহজাদপুর থানার এস আই পিযুষ সাহা জানান, ডিলার বখতিয়ারের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।