জিয়াউর রহমান, ঝালকাঠি প্রতিনিধি: খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝলকাঠি উপজেলা বিএনপির দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল বুধবার শহরের নোহা গার্টেনে রেস্তোরাঁয় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, ও সদস্য সচিব, এডভোকেট শাহাদাত হোসেন।
ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ মাহেব হোসেন, সদস্য জেলা বিএনপি, মোঃ খোকন মল্লিক, সাধারণ সম্পাদক ঝালকাঠি সদর উপজেলা বিএনপি , অ্যাডভোকেট নাছিমুল হাসান, সভাপতি শহর উপজেলা বিএনপি। আরও উপস্থিত থাকেন সকল উপজেলা অঙ্গ সংগঠনসহ সদর উপজেলার ইউনিয়নের নেত্রীবৃন্দ।
ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ এবং জাতির জন্য দোয়া-মোনাজাত করা হয়।