কেন্দ্রীয় কর্মসূচির আলোকে খুলনায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতালের সমর্থনে বাম জোটের মিছিলের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর গোলকমনি শিশু পার্ক ও ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা এ সময় হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।
সকাল ৯টায় নগরীতে যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে যথারীতি। অফিস আদালতে হরতালের কোনো প্রভাব পড়েনি।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, রাস্তায় যান চলাচল বিঘ্ন করে মিছিল করার প্রস্তুতিকালে কয়েকজনকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১১ মার্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল ডাকা হয়। এ ছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও ২৮ মার্চ হরতাল ঘোষণা ও তা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। সিপিবি বলেছে এ হরতাল কোনো দলের নয় এ হরতাল সবার।