হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলাপ্রতিনিধি: কুষ্টিয়া খোকসায় কিশোর- কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব চিত্রাংকন , সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস কতৃক আয়োজিত মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এ পুরস্কার বিতরণ করেন। (ভারপ্রাপ্ত) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা এর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন রত্ন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তসর। কিশোর কিশোরী ক্লাব এর নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দুই শতাধিক ক্রীড়াবিদদের অংশগ্রহণে বিজয়ী বিভিন্ন ইভেন্টের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন আজকের কিশোর-কিশোরী আগামী উন্নত স্মার্ট বাংলাদেশের রূপকার ধারক-বাহক হবে। তাই প্রতিটা কিশোর-কিশোরীর শরীর ও মন গঠনে কিরাম অনস্বীকার্য এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের জীবনযাপন পরিচালনা করলে অবশ্যই এসকল কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে।