কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভয়াল ২১ শে আগস্ট এর গ্রেনেড হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতারের সভাপতিত্বে এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান ও উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহেব আলী সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপি-জামাত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউতে নেক্কারজনক ভয়াবহ গ্রেনেড হামলায় প্রতিবাদ জানান। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করার জন্য জোর দাবি জানান। পরে ভয়াল গ্রেনেড হামলার নিহতদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিলজানি দাখিল মাদ্রাসার সুপার আবদুল আউয়াল। উক্ত প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন যুবলীগ-ছাত্রলীগ কৃষক লীগ তাঁতী লীগ ও মহিলা লীগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।