কুষ্টিয়া প্রতিবেদকঃ
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লাগাম টেনে ধরতে ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ইউনিয়ন ও ওসমানপুর ইউনিয়নের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত খোকসা ও ওসমানপুর ইউনিয়নের পরিষদ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি জন ২ লিটার সয়াবিন তেল, দুই কেজি ডাল ও দুই কেজি ডাল ,৪৪৫ টাকার তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার সকালে খোকসা ইউনিয়ন এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ট্রেডিং কর্পোরেশন টিসিবি ফ্যামিলি কার্ডের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুরুপ কর্মসূচি ওসমানপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।