Monday , 20 May 2024
শিরোনাম

গাইবান্ধা উপ-নির্বাচনে অনিয়ম: ১৩৪ জনের বিরুদ্ধে ইসির ব্যবস্থা

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে অনিয়মের ঘটনায় রিটার্নিং কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এ ব্যাপারে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কথা জানান। এসময় তিনি জানান, ১২৫টি কেন্দ্রের কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন।

অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান সিইসি।

উল্লেখ্য, তদন্ত কমিটি সংশ্লিষ্টদের জবানবন্দি ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজকে ভিত্তি করে প্রতিবেদন চূড়ান্ত করে।

এর আগে ১৮, ১৯ ও ২০ অক্টোবর গাইবান্ধা গিয়ে তদন্ত কমিটি সংশ্লিষ্টদের সাক্ষ্যসহ তথ্য উপাত্ত সংগ্রহ করে। ১৩ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন।

গাইবান্ধা-৫-সাঘাটা-ফুলছড়ি- আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী ভোট বর্জন করেন। এরপর ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় গোপন বুথে ঢুকে ভোট নেওয়াসহ নানা অনিয়ম দেখে নির্বাচন কমিশন প্রথমে ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে।পরে উপনির্বাচন বন্ধ ঘোষণা করা হয়।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x