সাতকানিয়া প্রতিনিধি
মোহাম্মদ হোছাইন
চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ কক্ষে তরকারি গরম করতে গিয়ে অসতর্কতার কারণে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাফেজ মো.আবু বক্কর(৪৩) নামে মসজিদের এক মুয়াজ্জিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড ভোয়ালিয়া পাড়াস্থ পেঠানের মা’র জামে মসজিদ( দুলা হাজী মসজিদ নামেও পরিচিত) এর পাশে মুয়াজ্জিনের কক্ষে এ ঘটনা ঘটে। মুয়াজ্জিন বক্কর ভোয়ালিয়াপাড়া এলাকার আলী আহমদ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে তারাবির নামাজ শেষে মুয়াজ্জিনের জন্য মসজিদের পাশে রক্ষিত রুমে গিয়ে তরকারি ও দুধ গরম করতে যায় মুয়াজ্জিন বক্কর। এজন্য চুলা জ্বালাতে গিয়ে দিয়াশলাইয়ের কাঠি জ্বালালেই পুরো রুমে আগুন ধরে যায়।এ সময় বক্করের শরীরে আগুন লেগে মুখ, হাত ও পায়ের কিছু অংশ দগ্ধ হয়। বক্করের চিৎকারে মুসল্লী ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর আরাফাত উল্লাহ বলেন, গ্যাসের চাবি আগে থেকে খোলা থাকার বিষয়টি মুয়াজ্জিন জানত না। কক্ষে ঢুকে অসতর্কতার কারণে দিয়াশলাই এর কাঠি জ্বালাতেই তাঁর শরীরসহ পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ব্ক্কর চমেক হাসপাতালের ৩৬নং ওয়ার্ডের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।চিকিৎসক জানিয়েছেন, আগুন মুয়াজ্জিনের
শরীরের বেশি ক্ষতি করতে পারেনি। এ ছাড়া কক্ষে থাকা মুজ্জিনের কিছু কাপড় -চোপড় পুড়ে গেছে।