Sunday , 19 May 2024
শিরোনাম

চাঁদপুর পুরান বাজারে সোহাগ গাজীর মাদক বিরোধী প্রচারণা

মাসুদ রানা চাঁদপুর সদর প্রতিনিধিঃ- এক ভিন্ন ধরনের আমেজ, ভিন্ন ধরনের আয়োজন। উৎসুক জনতার দৃষ্টি শুধু ডাকাতিয়া নদীর তীরে। তরুণ ও যুবকদের সকল ধরনের মাদক থেকে দূরে রাখতে মাদক সেবন বিরোধী প্রচারণা লক্ষ্যে আয়োজন করা হয়েছে নতুন খেলার।

ভিন্নধর্মী এ খেলা তেল মাখা বাঁশের সেতু পাড়ি প্রতিযোগিতার আয়োজন করেছে পুরান বাজার জেলা যুবলীগের সংগঠক ও মামা ভাগিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সোহাগ গাজী।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে পুরান বাজার ডিগ্রী কলেজ সংলগ্নে ডাকাতিয়া নদীর পাড়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরান বাজার জেলা যুবলীগের সংগঠক ও মামা ভাগিনা ট্রেডাসের স্বত্বাধিকারী মোঃ সোহাগ গাজী বলেন, বর্তমান সময়ে সমাজের প্রতিটি স্তরে মাদক সেবনের প্রচলন ছড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা মাদক মুক্ত বাংলাদেশ গড়া। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি আমি এই ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি। তরুণ ও যুবসমাজ যেন মাদকের করাল গ্রাসে জড়িয়ে না পড়ে এবং মাদকের সেবনের কারণে আরেকটি প্রাণ মৃত্যুর কোলে ঢলে না পড়ে সেই লক্ষ্যে আমি কাজ করার চেষ্টা করি। আমি চেয়েছি বিভিন্ন ধরনের খেলা আয়োজনের মাধ্যমে তাদের মনকে প্রফুল্ল রাখতে। আমি চাই সমাজের প্রতিটি সচেতন মানুষ এই ধরনের কার্যক্রমে যেন এগিয়ে আসে।

খেলায় প্রায় ২০জন প্রতিযোগি অংশগ্রহণ করে। নদীর পাড় থেকে তেল মাখা বাঁশের সেতুর উপর দিয়ে হেঁটে সাইকেল ধরতে পারলে বিজয়ী হিসেবে গননা করা হয়।

অনুষ্ঠানে ৩জন প্রতিযোগী কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে বিজয়ী হয়।
প্রথম পুরষ্কার বাইসাইকেল বিজয়ী হয়েছেন ১৩নং ওয়ার্ড ওয়ারলেস মুন্সি বাড়ির ইমান হোসেন রাহাত। দ্বিতীয় পুরস্কার ডিনার সেট বিজয়ী হয়েছেন ২নং ওয়ার্ড পুরান বাজার লোহারপোল এলাকার মোঃ জাকির হোসেন। এবং তৃতীয় পুরস্কার ডিনার সেট বিজয়ী হয়েছেন ৪নং ওয়ার্ড পুরান বাজার ব্রীজ এলাকার বাকি হোসেন শুভ।

অনুষ্ঠান চলাকালীন সময়ে নদীর তীরে, নৌকা দিয়ে পারাপার হওয়ার সময় ও নতুন বাজার পুরান বাজার সেতুতে ছিল দর্শনার্থীদের ভিড়।

উল্লেখ্য, মাদক বিরোধী প্রচারণার লক্ষ্যে মোঃ সোহাগ গাজী নিজ উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে আসছে। এ বছর তিনি ক্রিকেট, দাবা, সাঁতার সহ বিভিন্ন ধরনের নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করেছে। এবং আগামীতে এই ধরনের সকল খেলার আয়োজন অব্যাহত থাকবে।

Check Also

আগামী ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: আগামী ২৪ মে বসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x