Saturday , 18 May 2024
শিরোনাম

চুয়েটের পুরকৌশল বিভাগের সাথে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের সাথে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ২০২২ খ্রি. বেলা ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং বার্জার পেইন্টস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব রূপালী হক চৌধুরী স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। এতে স্বাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক ও অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং বার্জার পেইন্টসের পক্ষে চট্টগ্রাম ফ্যাক্টরির প্রধান কর্মকর্তা জনাব মো. কাওসার হাসান ও প্রোডাকশন প্রধান জনাব মো. মাসুদুল হাসান স্বাক্ষর করেন। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং পুরকৌশল বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় আগামি এক বছর চুয়েট ও বার্জার পেইন্টস বাংলাদেশ যৌথভাবে পেইন্ট বর্জ্য ও ডাম্পিং ব্যবস্থার মূল্যায়ন, পেইন্ট বর্জ্যের জন্য সাশ্রয়ী পরিবেশবান্ধব বিকল্প তৈরি, বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য বিকল্পের কার্যকারিতা মূল্যায়ন ও প্রযুুক্তিগত সম্ভাব্যতা যাচাই, ল্যাব ও প্রযুুক্তিগত সুবিধার সহায়তা প্রদান, নতুন পণ্য বিকাশের জন্য পেটেন্টের জন্য আবেদন ও যৌথভাবে পেটেন্টের মালিকানা অর্জনের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট আয়োজন, প্রকাশনা ইত্যাদি উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করবে।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x