ছলনা করে জায়েদ খান শপথ নিয়েছেন: ইলিয়াস কাঞ্চন

অন্যান্য

জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ উল্লেখ করে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়ার জন্য তিনি (জায়েদ খান) ছলনার আশ্রয় নিয়েছেন। জায়েদ কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন।

সোমবার (৭মার্চ) এফডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন কোর্টের ভুয়া কাগজ দেখিয়ে শপথ গ্রহণ করে জায়েদ খান শিল্পী সমিতির সাথে, সভাপতির সাথে ছলনা করেছেন। একইসঙ্গে মিডিয়ার সাথেও ছলনা করেছেন। যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে ছলনার আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।

এর আগে গত শুক্রবার হাইকোর্টের আদেশের একটি কাগজ দেখিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন জায়েদ খান। তাকে শপথ পড়িয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় সাংবাদিকদের সামনেও কোর্টের ওই কাগজটি হাত উচিয়ে দেখান জায়েদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *