Sunday , 12 May 2024
শিরোনাম

জামালপুর জেলা কল্যাণ সমিতির (দোহা, কাতার)ঈদ পূণর্মিলনী উদযাপন

২২ এপ্রিল, ২০২৩ কাতারের রারজধানী ‘দোহা’র মানুসুরার ‘গ্রীন হোম রেস্টুরেন্ট’-এ অনুষ্ঠিত হলো ‘জামালপুর জেলা কল্যাণ সমিতি’ দ্বিতীয় ঈদ পূণর্মিলনী / ২০২৩। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার-এ নিযুক্ত গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী জামালপুরবাসী।

ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানটি ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল ভোজ উৎসব। জামালপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু শামা’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইউসুফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ নাফিস। প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত বলেন, ‘জামালপুর দ্রুত উন্নয়নশীল একটি জেলা। এ এলাকার মানুষ সহজ-সরল। বর্তমান সরকার জামালপুর জেলার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। সবগুলো প্রকল্প বাস্তবায়িত হলে জামালপুর জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলায় পরিণত হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডিজিএফআই-এর প্রধান কাতার-এ নিযুক্ত গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, জামালপুর জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা, কাতার ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার কোম্পানির প্রকৌশলী মোঃ আরিফ উদ্দৌলা পাহলোয়ান, ‘বাংলাদেশ কমিউনিটি, র (দোহা, কাতার) সভাপতি প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন আকন, বাংলাদেশ আওয়ামী লীগ, দোহা, কাতার শাখার সভাপতি প্রকৌশলী আকতারুজ্জামান মামুন, জামালপুর জেলা কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদের সহ সভাপতি মোঃ হান্নান রহমান, অর্থ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবু এবং সদস্য মোঃ জোবাইর হোসেন সেলিম। সবশেষে সভাপতি সাহেব সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভোজ উৎসবে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন।

Check Also

টাকা দিয়ে কেনা সনদ বাতিল হবে , তৈরি হচ্ছে তালিকা

টাকা দিয়ে কেনা সনদ বাতিল করা হবে, আর এ বিষয়ে তৈরি করা হচ্ছে তালিকা। বিপুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x