১৩ জুলাই ২০২২ ইং তারিখ ( বুধবার)
টাঙ্গাইল সদর উপজেলার ১১ নং কাতুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর ভাবকী গ্রামের মিজানুর বাবুর স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা তমার লাশ ঘরের ধরণার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, তমার বাড়ির লোকজনের দাবি এটি হত্যা করা হয়েছে। এই বিষয়ে ঘটনা স্থলে দায়িত্ব প্রাপ্ত এসআই লুৎফর রহমান প্রাথমিক ধারণা করেছেন এটি আত্মহত্যা শরীরে কোন প্রকার ক্ষতবিক্ষত দাগ পাওয়া যায়নি ,পুলিশ এসে দেখতে পায় লাশ রশির সাথে ঝুলে আছে,
আলামত হিসাবে, পায়ের নিচে একটি চেয়ার পাওয়া গেছে, এবং একটি রশি যা আলামত হিসাবে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে, কিন্তু এখনো পুলিশ নিশ্চিত নয় এটি হত্যা না আত্মহত্যা, ময়না তদন্তর পরেই নিশ্চিত হওয়া যাবে। লাশ টাঙ্গাইল সদর হসপিটালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনা স্থলে সংবাদ পেয়ে উপস্থিত হন কাতুলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন তিনি উপস্থিত হয়ে স্বচক্ষে দেখেন ঘরের ধরনার সাথে রশি দিয়ে ফাশ নিয়েছে, সাথে সাথে ৯৯৯ লাইনে কল করে, সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশ লাশটি নামায় এ বিষয়ে এখন পর্যন্ত স্বামী মিজানুর বাবুর উপস্থিত পাওয়া যায়নি এবং চেয়ারম্যানের কাছে সহযোগিতা চেয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিস্তারিত আরও আসছে এই পেজটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করেন।
সাংবাদিক মাহমুদুল হক টুটুল
টাঙ্গাইল প্রতিনিধি বাংলা ৫২ নিউজ ডটকম
01712168000।