ভাষার মাস উপলক্ষে রক্তদানের কার্যক্রমকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং সকলকে রক্তদানে অনুপেরণা জাগাতে টাঙ্গাইল রক্তযোদ্ধা ফাউন্ডেশন এর উদ্যোগে আজ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৪, ১ম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়।
টাঙ্গাইল সদরের, গালা নূরনবী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়।
“তুচ্ছ নয় রক্ত দান” “বাঁচতে পারে একটি প্রাণ” স্লোগানে শিক্ষার্থীদের পরিচালিত এ সংগঠনটি গত ২ বছর ধরে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে পেরেছে বলে জানান “টাঙ্গাইল রক্তযোদ্ধা ফাউন্ডেশনের” সঙ্গে সম্পৃক্তরা।
“টাঙ্গাইল রক্তযোদ্ধা ফাউন্ডেশনের” উপদেষ্টা ২ নং গালা ইউনিয়েনের চেয়ারম্যান নজরুল ইসলাম খানের
তত্ত্বাবধায়নে। “এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল রক্তযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সেলিম মিয়া ও ফাউন্ডেশনের কর্মীবৃন্দরা।
শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করানোর জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেছেন..
“টাঙ্গাইল ক্লিনিক এন্ড হসপিটাল” কুমুদিনী কলেজ গেইট, টাঙ্গাইল সদর।