Friday , 17 May 2024
শিরোনাম

ধামরাইয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে অভিযান।

কাজী মোঃআশিকুর রহমান
স্পেশাল করসপন্ডেন্টঃ

ঢাকা জেলার ধামরাই উপজেলায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে গতকাল (০১/১০/২০২২) এবং আজ (০২/১০/২০২২) এই দুই দিন ব্যাপী অভিযান চালানো হয়। ০১/১০/২০২২ খ্রি তারিখ অবৈধভাবে ইটভাটা চালানোর অপরাধে ০২টি ইটভাটার চিমনি ভেংগে দেয়া হয় এবং আরেকটি ইটভাটার কাগজপত্রের মেয়াদ না থাকায় মালিককে ০৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। প্রথম দিনের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈনুল হক এবং ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার।

আজ ০২/১০/২০২২ তারিখ আরো ০৩টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই বলেন, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানো হয়েছে। অবৈধ ইটভাটার কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসন, ঢাকা এবং উপজেলা প্রশাসন, ধামরাই এর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x