Sunday , 2 June 2024
শিরোনাম

নওগাঁয় শিব মন্দিরে মূর্তি ভাংচুর

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে শিব মন্দিরে থাকা শিব মূর্তিসহ ৩টি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২৬ মে দিনগত রাতের অন্ধকারে উপজেলার পারইল পানিতাপাড়া গ্রামের জোৎসনা রাণীর পারিবারিক মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন পুলিশ।
জোৎসনা রাণী জানান, বাড়ির উঠনে পারিবারিক একটি শিব (সন্ন্যাস) মন্দির রয়েছে। সেই মন্দিরে শিব মূর্তি ও শিবের দু’টি বাহন মূর্তিসহ মোট তিনটি মূর্তি ছিলো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ২৬ মে সন্ধ্যায় মন্দিরে অর্চনা শেষে প্রদীপ জ্বালিয়ে বাড়িতে যাই। শুক্রবার ২৭ মে সকালে মন্দিরে ভোগ দেওয়ার জন্য মন্দিরে গিয়ে দেখি কে বা কাহারা মন্দিরের ভিতরে রাখা শিব মূর্তির গলা, হাতসহ বিভিন্ন জায়গা ভেঙে ফেলেছে। এছাড়া শিবের দু’টি বাহন মূর্তির বিভিন্ন জায়গা ভেঙে মাটিতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল “মন্দিরে” এসেছিলো।

Check Also

ঈদে এবারও ভালোভাবে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর

বাসমালিকদের সুবিধা দিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেন চলাচল বন্ধ করা হয়নি জানিয়ে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x