নবীনগরে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অন্যান্য
শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইউপির সাবেক চেয়াম্যান হুমায়ুন কবির(৬০) কে র‌্যাব-১১ ও নবীনগর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) র‌্যাব-১১ এবং নবীনগর থানার এএসআই মোঃ নিজাম উদ্দিনের সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে দায়রা নং-২২৬/১২, জিআর নং-২২৭/০৯ এর যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সাজার আসামী নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আলী আকবরের ছেলে মোঃ হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে আদাতে প্রেরণ করা হয়েছে।
নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ জানান, গ্রেফাতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *