Thursday , 25 April 2024
শিরোনাম

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে নিগার সুলতানার দল। জবাবে ১ উইকেটে ১৪৪ তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

সোমবার (৭ মার্চ) নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড পেয়েছে তাদের প্রথম জয়।

প্রথমবার হোম গ্রাউন্ডে নেমে সুজি বেটস পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ম্যচে তিনি অপরাজিত থাকেন ৭৯ রানে। অন্য প্রান্তে তার সঙ্গে শতরানের জুটি গড়তে সহায়তা করেন অ্যামেলিয়া কার (৪৩ রান)। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পান সালমা খাতুন। নিউজিল্যান্ডের ৩৬ রানের জুটি ভাঙেন তিনি সোফি ডিভাইনকে ১৪ রানে বোল্ড করে।

এর আগে, ব্যাট হাতে নারী বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে হাফসেঞ্চুরি তুলে নেন ফারজানা হক। ৫২ রানে ফ্রান্সেস ম্যাককের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

তিন দিনের মধ্যে দুই ম্যাচের পর একটু বিরতি পাচ্ছে বাংলাদেশ। পরের ম্যাচ আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ: ২৭ ওভার; ১৪০/৮; (শামীমা ৩৩, ফারজানা ৫২, নিগার ১১, রুমানা ১, সোবহানা ১৩, রিতু ৪, সালমা ৯, লতা ৯*, জাহানারা ২, নাহিদা ০*); (তাহুহু ২-০-১৯-০, জেস কার ৫-১-২৪-০, জেনসেন ৩-০-১৮-১, অ্যামিলিয়া কার ৬-০-২৮-০, ম্যাকাই ৬-০-২৪-১, স্যাটার্থওয়েট ৫-০-২৫-৩)।

নিউজিল্যান্ড: ২০ ওভার; ১৪৪/১; (ডিভাইন ১৪, বেটস ৭৯*, অ্যামিলিয়া কার ৪৭*); (জাহানারা ৩-০-২৫-০, তৃষ্ণা ৩-০-১৭-০, সালমা ৪-০-৩৪-১, নাহিদা ৫-১-৩১-০, রিতু মনি ২-০-১৩-০, রুমানা ২-০-১৪-০, লতা ১-০-৯-০)।

ফলাফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

Check Also

বাংলাদেশে বিনিয়োগে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x