রংপুর ব্যুরোঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী বাংলাদেশ।
তিনি আরও বলেন, বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে মানুষের সক্ষমতা ও জ্ঞানকে পূর্ণ ব্যবহারিক প্রজ্ঞায় পৌঁছে দেওয়া সম্ভব। এ ঘোষণার পর ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ প্রজন্ম এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি। সেই সঙ্গে দেশ ও বাঙালি জাতির উন্নয়নের লক্ষ্যে পজিটিভ খবর পরিবেশন করে এগিয়ে যাক প্রতিদিনের সংবাদ।
পুলিশ কমিশনার আরো বলেন, রংপুরবাসীর উন্নয়নের পথের সাথী হিসেবে প্রতিদিনের সংবাদ পজিটিভ খবর পরিবেশন করবে। রংপুর নগরীকে এগিয়ে নিতে উৎসাহ-উদ্দীপনা ও প্রেরণা জোগাবে।
গত মঙ্গলবার (১০) অক্টোবর দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিদিনের সংবাদের প্রতিবেদক রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেলের সাথে আলাপ কালে এসব কথা বলেন তিনি।
এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান এর হাতে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকা তুলে দেন পত্রিকাটির রংপুর ব্যুরো প্রধান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার জেলা সভাপতি আব্দুর রহমান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান হাবু।