পানির দাম ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা

অন্যান্য

ভর্তুকি কমাতে রাজধানীতে পানির দাম ন্যূনতম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

তিনি বলেন, পানির দাম ন্যূনতম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যদি সরকার এর চেয়েও বেশি বাড়তে চায় তাতে কোনো আপত্তি নেই। বর্তমানে আবাসিক ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানি সাধারণ মানুষকে ১৫ টাকা ১৮ পয়সায় কিনতে হচ্ছে। তবে এটার উৎপাদন খরচ প্রায় ২৫ টাকা। বর্তমানে ভর্তুকি দিয়ে পানি বিক্রি করছি।

তাকসিম এ খান বলেন, আইন অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। তবে আমরা মনে করি ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব করা হয়েছে।

এদিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *