Thursday , 25 April 2024
শিরোনাম

পাবনায় দু’দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

পাবনা প্রতিনিধিঃচাষাবাদে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে পাবনায় দুইদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
দুই মার্চ সোমবার দুপুরে পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাইনী,জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মুন্সী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত উচ্চ মূল্যের ফল সবজি সহ নানা পণ্য নিয়ে আসেন তারা । দুইদিনব্যাপী মেলায় কৃষি কর্তকর্তারা চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের ধারনা দেবেন, মেলায় বিভিন্ন প্রকার আধুনিক যন্ত্রপাতি ও ফল ও সবজির ১০টি স্টল বসেছে, সকাল ৯টা থেকে রাত ৮টা পযর্ন্ত চালু থাকবে।

Check Also

তাপপ্রবাহে বাংলাদেশের শিশুরা রয়েছে ‘অতি উচ্চঝুঁকিতে’

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জানিয়েছেন, তাপপ্রবাহের কারনে বাংলাদেশের শিশুরা স্বাস্থ্যগত উচ্চঝুঁকিতে রয়েছে। বুধবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x