আব্দুল জব্বার পাবনা ঃ আজ শনিবার ৫ই মার্চ পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্যামসন এইচ চৌধুরী স্মৃতি টি টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ। সকালে পাবনা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে এ ম্যাচের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আসাদুজ্জামান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্সের সাধারন সম্পাদক মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আলী মর্তুজা বিশ্বাস সনিসহ জেলা প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের জেলা পর্যায়ের উর্ধ্বত্বন কর্মকর্তারা। ম্যাচে পুলিশ প্রশাসন একাদশের সবুজ দল ১১১ রানে পরাজিত করে জেলা প্রশাসন, বিচার বিভাগ ও স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্সের সমন্বয়ে গঠিত নীল দলকে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পুলিশ দলের শাহাদত হোসেন। পরে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।