Saturday , 18 May 2024
শিরোনাম

পাবনা শিল্পকলা একাডেমী মিলনায়তনের অতিরিক্ত ভাড়া নির্ধারণের প্রতিবাদে মতবিনিময় সভা

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের অযৌক্তিক ভাড়া নির্ধারণের প্রতিবাদে পাবনার স্থানীয় সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মতবিনিময় সভা করেছে। পাবনা ইভনিং টাচ্ রেস্টুরেন্টে ৩১ জুলাই সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নুর পরিচালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি বিপ্লব ভট্টাচার্য, সূচিত্রা সেন স্মৃতি পরিষদের সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, গণশিল্পী সংস্থা পাবনার সহ-সভাপতি অ্যাড. মোসফেকা জাহান কনিকা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী শিল্পী গোষ্ঠী পাবনার সভাপতি প্রলয় চাকী, বাংলাদেশ লেখক শিবির পাবনা জেলা শাখার মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কালাম আজাদ বাবু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, দৈনিক জনকণ্ঠের পাবনা প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, বাংলাদেশ কবিতা সংসদ পাবনার সভাপতি মানিক মজুমদার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি এনামুল হক টগর, শহীদ বুদ্ধিজীবি ডা. ফজলে রাব্বী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালফী আল ফাত্তাহ, গণমঞ্চের সাধারণ সম্পাদক প্রকোশলী সাইদুর রশীদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির হৃদয়, চাটমোহর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কবি ফিরোজা পারভীন, কবি খান আনোয়ার হোসেন, তাল-লয় সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাজ্জাদুর রহমান সজল, কবি শফিক আল কামাল, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী প্রমূখ। মতবিনিময় সভায় উপস্থিত সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পাবনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের অযৌক্তিক ভাড়া নির্ধারণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী গ্রহণে একাত্মতা প্রকাশ করেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সহ-সভাপতি মাহবুবুল আলম লিটন, যুগ্ম সম্পাদক সহ. অধ্যাপক আসাদুজ্জামান খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মঙ্গল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ভৌমিক, প্রচার সম্পাদক আর কে আকাশ, দপ্তর ও যোগাযোগ সম্পাদক বাসুদেব বিশ্বাস, কবি ও আবৃত্তিকার অঞ্জলী ভৌমিক, কবি প্রভাষক সালেক শিবলু, কবি ও সাংবাদিক আলাউদ্দীন হোসেন, উত্তরণ পাবনার সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান রনি, রুদ্র বিশ্বাস, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) পাবনা জেলা শাখার উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি অশ্রু সাগর আনোয়ার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক কবি মমতাজ রোজ কলি, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সদস্য কণ্ঠশিল্পী রজনী আক্তার, কবি সাবিনা ইয়াসমিনসহ পাবনার বিভিন্ন অঙ্গণের বিপুল সংখ্যক সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমকর্মী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x