Tuesday , 23 April 2024
শিরোনাম

প্রকৃতিতে বসন্তের ছোয়া আসলেও সাতকানিয়ার সাধারণ জনগণের মনে বইছে কালবৈশাখী

বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রুপে। ফুলে ফুলে ভরে গেছে চারপাশ। কিন্তু গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে অস্ত্রের যে ঝনঝনানি দেখেছিল সারাদেশ তার ভয় এখনো কাটেনি খাগরিয়ার সাধারণ নিরহ জনগণের মন থেকে। এত অবৈধ অস্ত্র কে আনল কোত্তেকে আসছে এত অস্ত্র এই প্রশ্নের উত্তর এখনো অজানা।

প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এইসব অবৈধ অস্ত্র উদ্ধারে আর অস্ত্রধারীদের গ্রেপ্তারে। চলছে চিরুনী অভিযান। সন্দেহজনক যে কাউকেই গ্রেফতার করছে প্রশাসন। এই গনগ্রেপ্তারে কোন সাধারণ মানুষকে প্রশাসন থানায় নিয়ে আসলেও পরে যাচাই-বাছাই করে আবার তাকে মুক্ত করে দিচ্ছে। কিন্তু এখনো ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে মূল হোতারা আর উদ্ধার হয়নি সেইসব অবৈধ অস্ত্রগুলি।

সাধারণ নিরহ মানুষ যেমনটা ভয় পেয়েছিল অস্ত্রের মহড়া থেকে আবার এখন ভয় পায় এত পুলিশের আনাগোনা দেখে। সকলেই আশাবাদী প্রশাসন খুব শীগ্রই অবৈধ অস্ত্র আর এইসব অস্ত্রধারীদের গ্রেপ্তার করে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করে তুলবে।

Check Also

প্রেমের টানে বান্ধবীকে বিয়ে করতে টাঙ্গাইলে ছুটে গেলেন কিশোরগঞ্জের তরুণী!!!!!!

টাঙ্গাইলের গোপালপুরের এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কিশোরগঞ্জের এক তরুণীর। সেই পরিচয় থেকে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x