Thursday , 25 April 2024
শিরোনাম

প্রথম দিনের নিলাম শেষে দেখে নিন কে কোন দলে

রোমাঞ্চ, চমক, নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হল আইপিএলের ১৫তম আসরের প্রথম দিনের নিলাম। যেখানে দল ও দামে চমক দেখিয়েছেন অনেক তারকা আবার দল না পেয়ে অবাক করেছেন অনেক তারকা। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আইপিএলের এবারের আসরের নিলামে নাম লিখিয়েছিলেন ৬০০ জন ক্রিকেটার। এর মধ্যে প্রথম দিনের নিলামে উঠেছে ১০৬ ক্রিকেটারের নাম।

এদিন সবচেয়ে বেশি ১৫ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ইশান কিশান। ভারতের এই উইকেটকিপার ব্যাটারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি রুপিতে বিক্রি হয়েছেন দীপক চাহার। ডানহাতি এই পেসারের ঠিকানা চেন্নাই সুপার কিংস। এছাড়া তৃতীয় সর্বোচ্চা সাড়ে ১২ কোটি রুপিতে বিক্রি হয়েছেন শ্রেয়াশ আইয়ার।

এদিকে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের মাঝে প্রথম দিন নাম উঠেছিল দুই ক্রিকেটারের। সাকিব আল হাসান অবিক্রিত থাকলেও ২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ফিজকে প্রথম ডাকেই দলে পেযে যায় দিল্লি। নিলামে প্রথম দিনে অবিক্রিত থাকলেও দ্বিতীয় দিনে দল পাওয়ার সম্ভাবনা রয়েছেস সাকিব আল হাসানের।

এক নজরে দেখে নিন প্রথম দিনের নিলাম শেষে ১০ দলের স্কোয়াড-

চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড, মঈন আলী, রবিন উথাপ্পা, ডোয়েইন ব্রাভো, আম্বাথি রাইয়ুডু, দীপক চাহার, কে এম আসিফ, তুষার দেশপান্ডেকে

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, প্যাট কামিন্স, শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, শুভাম মাভি, শেলডন জ্যাকসন

সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, থাঙ্গারাসু নাটারজন, ভুননেশ্বর কুমার, প্রিয়াম গার্গ, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, কার্তিক তিয়াগি, শ্রেয়াস গোপাল, জে সুচিতকে

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ইশান কিশান, ডেয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসি, হার্শাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাবাজ আহমেদ, আঞ্জু রাওয়াত, আকাশদিপ সিং

দিল্লি ক্যাপিটাল: ঋশভ পান্ত, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, কামলেশ নাগারকটি, কেএস ভরত

রাজস্থান রয়্যালস: স্যাঞ্জু স্যামসন, জস বাটলার, ইয়াসভি জায়সাওয়াল, রবিচন্দ্র অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, প্রশিদ্ধ কৃষ্ণা, যুবেন্দ্র চহল, রিয়ান পারাগ, কেসি কারিয়াপ্পা

পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল, আর্শদীপ সিং, শিখর ধাওয়ান, কাগিসো রাবাদা, জনি বেয়ারস্টো, রাহুল চাহার, শাহরুখ খান, হারপ্রিত ব্রার, প্রবাসিমরান সিং, জিতেশ শর্মা, ইশান পুরেল, ইশান পোরেল।

গুজরাট টাইটান্স: হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, রশিদ খান, মোহাম্মদ শামি, জেসন রয়, লকি ফার্গুসন, অভিনভ সাদারাঙ্গানি, রাহুল তেওয়াতিয়া, নূর আহমেদ, আর সাই কিশোর

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: লোকেশ রাহুল, রবি বিশ্নই, মার্কাস স্টয়নিস, কুইন্টন ডি কক, মানিশ পান্ডে, জেসন হোল্ডার, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, আভেষ খান, রাজপুত

Check Also

সৌদিওপেন ২০২৪ চ্যাম্পিয়ন জন ক্যাটলিন

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি এশিয়ান ট্যূরের অংশ হিসেবে মার্কিন নাগরিক জন ক্যাটলিন বিজয়ী হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x