প্রধানমন্ত্রীর হাত থেকে জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত স্বাধীনতা পুরস্কার-২০২৩ গ্রহণ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এমফিল।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের হাতে প্রধানমন্ত্রী এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনা-নৌ-বিমানবাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সংসদ সদস্যগণ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অপর ৯ জন বিশিষ্ট ব্যক্তি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় অধিদপ্তরের মহাপরিচালক এক প্রতিক্রিয়ায় বলেন, ফায়ার সার্ভিসের সদস্যগণ জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা সব সময় বিপন্ন মানুষের সেবায় প্রস্তুত। এ অর্জন প্রতিটি কর্মীর মনোবল বৃদ্ধি করেছে। এই স্বীকৃতি তাদের কর্তব্য পালনে আরো উজ্জীবিত ও উদ্বুদ্ধ করবে।