বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ২১১ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পি.এ)।
নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯টি ভোট।
আলফাডাঙ্গা এলাকার কৃষক কুদ্দুছ আলী বলেন, “নৌকো দেখলে মাথা ঠিক থাকে না ভাই, নৌকো তো নৌকাই, এর বাইরে আমরা কখনোই যাবো না।”
তিন থানার সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা যায়, বিগত ১০ বছর আব্দুর রহমান যখন এমপি ছিলেন তখন এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক উন্নয়নের কারণে তাকে সবাই ভোট দিয়েছেন।
এ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। ১৯৬টি কেন্দ্রে ২ লাখ ৩৪ হাজার ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তিনটি উপজেলার ১৯৬টি কেন্দ্রে যথাক্রমে বোয়ালমারীতে ৫৩.৫৫, মধুখালীতে ৪৩.১৭ ও আলফাডাঙ্গায় ৫৩.২৮ শতাংশ ভোট পড়েছে।