Thursday , 9 May 2024
শিরোনাম

ফরিদপুর-১ আসনে বিপুল ভোটে বিজয়ী হলেন আব্দুর রহমান

বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ২১১ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পি.এ)।

নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯টি ভোট।

আলফাডাঙ্গা এলাকার কৃষক কুদ্দুছ আলী বলেন, “নৌকো দেখলে মাথা ঠিক থাকে না ভাই, নৌকো তো নৌকাই, এর বাইরে আমরা কখনোই যাবো না।”

তিন থানার সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা যায়, বিগত ১০ বছর আব্দুর রহমান যখন এমপি ছিলেন তখন এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক উন্নয়নের কারণে তাকে সবাই ভোট দিয়েছেন।

এ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। ১৯৬টি কেন্দ্রে ২ লাখ ৩৪ হাজার ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনটি উপজেলার ১৯৬টি কেন্দ্রে যথাক্রমে বোয়ালমারীতে ৫৩.৫৫, মধুখালীতে ৪৩.১৭ ও আলফাডাঙ্গায় ৫৩.২৮ শতাংশ ভোট পড়েছে।

Check Also

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স নির্বাচনী দায়িত্ব পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x