বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা

জাতীয়

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন ও নির্বাহী পরিষদ সদস্য আসাদুর রহমানসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *