আজ শনিবার, ১৬,জুলাই,২০২২ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মদিন উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এক বিশেষ সেমিনারের ৩৪৬তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটিস রাইটস চ্যাম্পিয়ন ও অনারারি প্রফেসর আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, সিটিজেন বাংলা পত্রিকার সম্পাদক মোশফিক কাজল, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ফ্যাকাল্টি কাজী ফারজানা ইয়াসমিন ।
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব মিজানুর রহমান, রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম ও ইন্টারন্যাশনাল রবীন্দ্র রিসার্চ ইনস্টিটিউট এর পরিচালক ও সহযোগী অধ্যাপক ফারহানা আক্তার এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ’র অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার।
সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদারনৈতিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন।
প্রশান্ত কুমার সরকার বলেন, আজকে বাংলাদেশ যে বিদ্যুতের সুবিধা পাচ্ছে যার সিংহভাগ অর্থাৎ ৬২.৯ ভাগ উৎপাদিত হচ্ছে দেশীয় গ্যাসের কল্যাণে।বঙ্গবন্ধু শেল কোম্পানির হাত থেকে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ গ্যাসফিল্ড গুলোর মালিকানা বাংলাদেশে ফিরিয়ে না আনলে আমাদের বিদ্যুৎ এবং কলকারখানার উৎপাদন শূন্যের কোঠায় নেমে যেত।
মিজানুর রহমান বলেন, জানিপপ’র সান্ধ্যকালীন ধারাবাহিক আলোচনা বঙ্গবন্ধু সম্পর্কে অধ্যয়নের পরিসর বৃদ্ধি করেছে। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণায় নিয়োজিত না হলেও অন্তত বঙ্গবন্ধু সম্পর্কে এখন অধ্যয়ন করছে এটা জাতির জন্য ইতিবাচক দিক।
আর্জিনা খানম বলেন, দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধুকেও ভালবাসতে হবে। বঙ্গবন্ধুকে পাশ কাটিয়ে দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবেনা।
গবেষক ফারহানা আক্তার, পশ্চিম পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পঞ্চম পর্ব উপস্থাপন করেন। গবেষক ফারহানা বলেন, বঙ্গবন্ধু সকলকে উজাড় করে ভালবাসতেন। যার ফলে জেলজীবনেও তাঁর অনেক গুণগ্রাহী ও ভক্ত তৈরি হয়ে গিয়েছিল।
সেমিনারটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী। সেমিনারে অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন, লিও জান্নাতুল ফেরদৌস তিথি, ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল বায়েজিদা ফারজানা ও রাজশাহী থেকে ড. মাহবুবুল হক।