Wednesday , 22 May 2024
শিরোনাম

কুড়িগ্রামের বন্যা কবলিত ১৫০ পরিবারকে টিন ও বাঁশ দিলেন ফারাজ করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: উত্তরের জেলা কুড়িগ্রামে বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় বিশুদ্ধ খাবার, চিকিৎসা এবং বাসস্থান সংকট দেখা দেয়। তখন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এই কুড়িগ্রামের মানুষের পাশে এসে দাঁড়ান। ঠিক তখনই তারুণ্যের আইকন, মানবতার দূত হিসেবে পরিচিত চট্টগ্রামের আলোচিত সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান এবং বন্যা কবলিত মানুষদের মধ্যে বিভিন্ন শুকনা খাদ্যদ্রব্য সরবরাহ করেন।

ঠিক এরই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রামের বন্যা কবলিত ১৫০ পরিবারকে ঘর তৈরীর জন্য টিন ও বাঁশ দিলেন ফারাজ করিম চৌধুরী । এ সময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলীর সহ আরও অনেকে।

ফারাজ করিম চৌধুরী বলেন, “এই টিন আর বাঁশগুলো আমি নয় বরং বাংলাদেশের মানুষ দিয়েছে। পুরো কার্যক্রমের কৃতিত্ব বাংলার জনগণের। হোক সে দেশী বা প্রবাসী।”

Check Also

ইসির নতুন সচিব শফিউল আজিম

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x