Saturday , 18 May 2024
শিরোনাম

বঙ্গমাতা ছিলেন গরীবদের বন্ধু : জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মৃতিচারণ এবং মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের নেতৃত্বে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বিভিন্ন হলের প্রভোস্ট, ওয়ার্ডেন, হাউজ টিউটর ও শিক্ষার্থীরাও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন। তিনি ছিলেন গরীবদের বন্ধু। গরীব আত্মীয়-স্বজনদের তিনি স্নেহ করতেন, প্রয়োজনানুসারে তাদের সন্তানদের বিয়ের ব্যবস্থা ও করতেন।’

উপচার্য আরও বলেন, ‘তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের অনুষ্ঠানে যেতেন, তাদেরকে প্রয়োজনীয় রাজনৈতিক উপদেশ দিতেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি একদিকে যেমন সংসার চালাতেন অন্যদিকে তিনি তার ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাবস্থাও করেছেন। এই মহীয়সী নারীর জন্মদিনে আমরা কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করছি।’

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, প্রভোস্ট কমিটির সভাপতি আব্দুল্লাহ হেল কাফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x