বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার আগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের।
এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে বলে বাংলা এভিয়েশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিগিগির এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ।
যাত্রীদের দেশে আসার আহগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে।
http://healthdeclaration.dghs.gov.bd/ এ ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে।
বোর্ডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।