Friday , 29 March 2024
শিরোনাম

বাংলাদেশে ২০ সৌদি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০টি সৌদি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বাংলাদেশে সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন।

বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা ও বহুমাত্রিক সম্পর্ক জোরদার করতে রিয়াদ ও ঢাকা একসঙ্গে কাজ করবে।

যুক্তরাষ্ট্র ও ইইউ রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল করার জন্য সব ব্যবস্থা নেবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও সৌদি আরবের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

তিনি বলেন, হজ ভিসার সব কার্যক্রম বাংলাদেশে সম্পন্ন করতে তিনি সৌদি আরবকে অনুরোধ জানিয়েছেন এবং সৌদি মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

সৌদি আরব মধ্যপ্রাচ্যে সবুজায়ন করতে ৫০ বিলিয়ন চারাগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশ গাছ সরবরাহ ও রক্ষণাবেক্ষণে অংশ নিতে চায় বলে সৌদি মন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন মোমেন।

সৌদি আরবে সব বাংলাদেশি কর্মীদের টিকা দেওয়ার জন্য তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

২ দিনের সফরে গতকাল সন্ধ্যায় তিনি ঢাকায় আসেন।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x