বাংলাদেশ রিপাবলিক পার্টির আয়োজনে জুলাই মাসের প্রথম প্রহরে মশাল মিছিল অনুষ্ঠিত
ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ রিপাবলিক পার্টির উদ্যোগে জুলাই মাসের প্রথম প্রহরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মশাল মিছিল। দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১২ টায় রাজধানীর শাহবাগ চত্বর এলাকা থেকে শুরু হয়ে টিএসসি, দোয়েল চত্বর ঘুরে শহীদ মিনারে ফিরে আসে শহিদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলকারীরা হাতে মশাল ও ব্যানার নিয়ে বিভিন্ন দাবি-দাওয়ার পক্ষে স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী সেলিম প্রধান, সভাপতি লে:কমান্ডার (অব.) মো: মেহেদী হাসান,সাধারণ সম্পাদক মেজর মো: রাজিবুল হাসান(অব.),যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন ইউনুস, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ বেহেস্তি,ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল,সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত,সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আল ইসলাম সহ আরও অনেকই।
পার্টির সভাপতিলে:কমান্ডার (অব.) মো: মেহেদী হাসান মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন,“আমরা একটি সমানাধিকারভিত্তিক সমাজ চাই, যেখানে মানুষের কণ্ঠ রোধ করে রাখা যাবে না। এই মশালের আলো আমাদের গণতন্ত্রের প্রত্যয়ের প্রতীক।”
তিনি আরও জানান, বাংলাদেশ রিপাবলিক পার্টি আগামীদিনেও শান্তিপূর্ণ ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকবে।