Thursday , 18 April 2024
শিরোনাম

বাংলার সমৃদ্ধির নাবিকদের রোমানিয়ায় নেয়া হচ্ছে

ইউক্রেন থেকে উদ্ধার এমভি বাংলার সমৃদ্ধির নাবিকদের মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেখান থেকে তাদের দেশে ফেরানো হবে। আজ শুক্রবার (৪ মার্চ) এ তথ্য জানান সচিব।

এর আগে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছিল, বাংলা সমৃদ্ধিতে রকেট হামলায় একজনের মৃত্যুর ঘটনার পর ২৮ নাবিককে নিরাপদে ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে । সে ক্ষেত্রে আগে নাবিকদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে সচিবকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে মাসুদ বিন মোমেন বলেন, নাবিকদের ইউক্রেন থেকে প্রথমে পাশের দেশ মলদোভা হয়ে রোমানিয়ায় নেয়া হবে। এরপর রোমনিয়া থেকে দেশে ফেরানো হবে।

বিএসসি মালিকানাধীন জাহাজটি ইউক্রেনের ওলভিয়া বন্দরে গিয়ে যুদ্ধের মধ্যে আটকা পড়ে। গত বুধবার সন্ধ্যার দিকে এতে রকেট হামলা হয়। এ ঘটনায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়। আজ জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

Check Also

রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত রিয়াদ, ১৭ এপ্রিল, ২০২৪

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x