রাঙামাটি জেলা প্রতিনিধিঃ রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঃহাঃ ইউনিয়ন পরিষদের পুষ্টি বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়। আজ ৩১মে মঙ্গলবার সকাল ১১ টায় ৩নং বাঃহাঃ ইউনিয়ন পরিষদের কার্যালয় চেয়ারম্যান ক ক্ষে রাজস্থলী উপজেলা শাখা জুম ফাউন্ডেশন উদ্যােগের পুষ্টি বিষয়ক এক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বিশেষ অতিথি ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা ও জুম ফাউন্ডেশন উপজেলা সমন্বয়ক লীলিন চাকমা উপজেলা ফ্যাসিলেটেটর এনড্রো চাকমা, অত্র এলাকার ইউনিয়নের সমাজ সেবক, জনপ্রতিনিধি মহিলা ও পুরুষ মেম্বার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, প্রতিটি মানুষের মানবদেহের পুষ্টি প্রয়োজন, কারো পুষ্টি শরীরে অভাব হলে শরীরে বিভিন্ন রোগ দেখা যেতে পারে। পাহাড়ের বিভিন্ন প্রান্তিক এলাকার বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীরা পুষ্টি বিষয়ক খাবার নিয়ে তেমন সচেতন নেই। তাই বেশির ভাগ গর্ভেরধারণী মায়েরদেরকে ঠিক মত পুষ্টি খাবার জ্ঞান দিবে এবং পাশাপাশি আয়রন ট্যাবলেট ৬মাস খেতে দিলে শরীর গর্ভেরধারণী মা সহ বাচ্চা পুষ্টি পূরণ হবে। প্রতিটি ওর্য়াডের পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে উঠান বৈঠক করতে হবে। শেষান্তে হেডম্যান প্রতিনিধি চাইথোয়াইমং মারমা জানান,প্রতিটি মাঠ পর্যায় এনজিও ভলান্টিয়ার স্বাস্থ্য কর্মীগণরা জনপ্রতিনিধি, কারবারী, হেডম্যান সহ স্থানীয় সমাজ সেবক দের সাখে সমন্বয় রেখে কাজ করলে অনেক ফলপ্রসু আসবে। এই পুষ্টি বিষয়ে সকলে সচেতন হোন। প্রতিটি ঘরে ঘরে আঙিনায় পুষ্টি শাকসবজি ফল গাছ লাগাতে হবে।