মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস-২০২২উপলক্ষে আলোচনা সভা ২০অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার,সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনভেনিং কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মীষ্ঠা আচার্য্য, বান্দরবান পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান, সহকারী প্রকৌশলী মনজেল হোসেন, সাংবাদিক মুহাম্মাদ আলী,বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,বর্তমান বাংলাদেশ সরকার জনস্বাস্থ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন অভীষ্ট ৬.২ এর লক্ষ্য অর্জনে জাতিসংঘ নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। আমাদের সরকার দেশের সবার জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা গ্রামীণ ও পৌর জনপদে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রায় ১৩ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ৪৯টি প্রকল্প বাস্তবায়ন করেছি। যার ফলে বর্তমানে স্যানিটেশনের জাতীয় কাভারেজ ৯৯ শতাংশে উন্নীত হয়েছে। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অনিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবজনিত রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।