যে কাজ গত বিশ্বকাপের পর করা উচিৎ ছিল, সেই কাজটাই নির্বাচকেরা করলেন এবারের বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। টি-টোয়েন্টি দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তাতে চটেছেন রিয়াদ ভক্তরা। শান্তকে দলে নিয়ে তাকে বাদ দেওয়ায় ক্ষোভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই তালিকায় যোগ দিলেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাউসার মিস্টিও।
স্বামী মাহমুদউল্লাহ রিয়াদকে দলে না নেওয়ায় স্ত্রী মিস্টি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ফেসবুক পোস্টে। তাতে যেন বোমা ফাটালেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!………………’
ক্রিকেটারদের বউদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো নতুন কিছু নয়। সাকিব আল হাসানের যেকোনো বিতর্কিত ও আলোচিত ইস্যুতে বরাবরই ফেসবুকে সরব থাকেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। এছাড়া কিছুদিন আগে সরব হয়েছিলেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে থেকে মুশফিকের টি-টোয়েন্টি ফর্ম নিয়ে আলোচনা চলছিল। তবে চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে যেন সমালোচনার জবাব দেন মি. ডিপেন্ডেবল। তারপরই মন্ডি লিখেছিলেন, ‘আমরা শীঘ্রই অবসর নেব। আপনাদের কাছে বিকল্প আছে তো?’